পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপলক্ষে সিরাজগঞ্জের বাঙ্গালা ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকালে বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপজেলা জন-স্বাস্থ্য প্রকৌশলী ও বাঙ্গালা ইউনিয়ন পরিষদেরর দায়িত্ব প্রাপ্ত ট্যাক অফিসার মেহেদী হাসান, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল তালুকদার,বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, যুবলীগ নেতা খাইরুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান সোহেল রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার, মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের সহযোগিতায় ২ হাজার ৪শত ৭৮ জন অসহায়,কর্মহীন ও ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।