দেশের দক্ষিনাঞ্চলের বানভাসী মানুষদের অবর্ননীয় দূর্দশার কারনে জয়পুরহাটে সংক্ষিপ্ত পরিসরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্নাঢ্য আয়োজন বাতিল করে আজ রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন এবং দোয়া অনুষ্ঠানের পর সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুবদল নেতা সামস মতিন, কৃষক দল নেতা মঞ্জুরে মওলা পলাশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
যদি কেউ বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অথবা কোন বিএনপি’র নেতাকর্মী চাঁদাবাজী বা কোন নিরীহ মানুষকে হয়রানীসহ অপতৎপরতায় জড়িত থাকে তাদেরকে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য আহবান জানান বক্তারা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।