সিরাজগঞ্জ সদর উপজেলার সিমান্তবাজার এলাকায় বালুবাহী বেপরোয়া ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে লিপি খাতুন (২৮) এবং মুকুল হোসেন (২৬) নামের ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় মা ফিরোজা খাতুন (৫০) ও মেয়ে শিল্পী খাতুন (৩২) এবং সিএনজি চালক নয়ন(৩৫) মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পিতা সিদ্দিক হোসেন কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্ৰামের বাসিন্দা। সিএনজি চালক ছাড়া নিহত ও আহতরা একই পরিবারের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে কাজিপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যবর্তী সিমান্তবাজার এলাকায় সিরাজগঞ্জগামী বালুবাহী ট্রাকের( বগুড়া-ড ১১-২০০৫) কাজিপুরগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাজিপুরে পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি বেপরোয়াভাবে চলছিল বলে দাবি করেন তারা।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ফিরোজুল ইসলাম জানান, লিপি খাতুনকে (২৮)
মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বাকি ৪ জন আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের স্বজনরা জানান সিরাজগঞ্জ নেয়ার পথে মুকুল হোসেন (২৬) মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।