প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ণ
বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত-১
নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের টোক বাইপাসে সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটনা ঘটেছে।
নিহত আবু বক্কর কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের মাসুদ রানার ছেলে।
টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়,গাজিপুরগামি একটি বাস ও পাকুন্দিয়া গামি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি চালক আটকা পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায় সিএনজি চালক ।
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনে সিনিয়র অফিস দেওয়ান মোহাম্মদ আজাদ জানান, ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকাকিশোরগঞ্জ মহাসড়কের আমরাইদ এলাকায় বাইক সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোশাররফ নামে এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.