প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে ব্লাড ডোনার প্রেসিডিয়াম ফোরাম এর উদ্যোগে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষা
" আসুন হাতে হাত রাখি ঐক্যের চিত্র আঁকি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কোনাবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে ব্লাড ডোনার প্রেসিডিয়াম ফোরাম এর উদ্যোগে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর ২ নং গেটের সামনে থেকে একটি বিজয় র্যালী বের করে ব্লাড ডোনার প্রেসিডিয়াম ফোরাম। র্যালীটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পূনরায় বিসিক শিল্প নগরীর ২ নং গেটের সামনে এসে শেষ হয়।
পরে কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে বলে জানিয়েছেন সংগঠনটি। আয়োজকেরা জানান,দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন, কোনাবাড়ী পপুলার হসপিটাল, কোনাবাড়ী ক্লিনিক, কোনাবাড়ী ল্যাব এইড হসপিটাল,নিউ কোনাবাড়ী সেন্ট্রাল হসপিটাল, শরিফ জেনারেল হসপিটাল, রেটিনা চক্ষু হাসপাতাল ও লিয়া এ্যাম্বুলেন্স সার্ভিস।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.