গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৩৯ নং ওয়ার্ড কাউন্সিল মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে নৌকা প্রতীকের বিজয় মিছিল থেকে ভাংচুর, মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানায়।
সোমবার (০৮ জানুয়ারি) রাতে পূবাইলের শুকন্দিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের ছোট ভাইয়ের স্ত্রী পলি আক্তার,ছেলে মাহবুব হাসান রিবেল (২৫) ও আল আমিন।
প্যানেল মেয়র মাসদুল হাসান বিল্লাল বলেন,আমি নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতিক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে কাজ করেছি। আজ ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব শাহিনুর আলম মৃধার নেতৃত্বে একটি বিজয় মিছিল হয়। মিছিলটি আমার বাড়ির সামনে এসে আমার বাড়িতে ভাংচুর করে। এ সময় আমার বাড়ির ভেতর ঢুকে আমার ছোট ভাইয়ের স্ত্রী, আমার ছেলে ও আমার কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তিকে মারধর করে।
অভিযুক্ত ৩৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব শাহিনুল আলম মৃধা বলেন, আমরা আনন্দ মিছিল করেছি। মারধরের ঘটনা ঘটেনি।
গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, নৌকার বিজয় মিছিল হয়েছে শুনেছি। মিছিলে বাজি ফোটানো হয়েছে। প্যানেল মেয়র এর বাসায় হামলার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।