পটুয়াখালীর বাউফলে শিক্ষাক্রম ২০২৩ সংস্কার ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার সহসভাপতি আবু সালেহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ আল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বাউফল শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.হাছান আলী, বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ প্রমুখ। কর্মসূচীতে কয়েকশত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।