বুধবার বিকেলে বগুড়ায় হোটেল মম ইনের কনভেনশন রুমে কোভিডযোদ্ধা বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালে সরকার ১০ হাজার চিকিৎসক ও ১৫ হাজার নার্স নিয়োগ দিয়েছে। ফলে দেশে করোনায় প্রাণহানি কম ছিল।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যকর্মী, প্রশাসন, সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফলতা সঙ্গে করোনা মহামারি সামাল দিয়েছি। এর মধ্য দিয়ে আমরা বিশ্বে নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেছি।
এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।