স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশকে ২০ হাজার কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর মধ্যে যতগুলো দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে থেকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন পেয়েছে, তার মধ্যে বাংলাদেশ এক নম্বরে।’
তিনি আরও বলেন, ‘তারা দেখেছে বাংলাদেশ ভ্যাকসিন দিতে পারে। সে সক্ষমতা আছে। ভ্যাকসিন নষ্ট করে নাই। ভ্যাকসিনকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে। এর মূল্য ২০ হাজার কোটি টাকারও বেশি হবে।’
জাহিদ মালেক বলেন, ‘করোনা জাদুমন্ত্রে যায় নাই। পরিশ্রম করতে হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের টার্গেটের ৯৮ শতাংশ লোককে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৭৫ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। সে কারণে আজ আমাদের দেশ ভালো আছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনসহ অনেকে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।