সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৪ বোতল এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) ইছহাক (৪২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপি’র টহলরত সদস্যরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে আটক করে। আটক ইছাহাক কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারত থেকে এক ব্যক্তি ভারতীয় মালামাল নিয়ে সীমান্ত পিলার ১৩/৩ এস এর ২ আরবি হতে আনুমানিক ১০০ গজ দূর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। পরে বিজিবির টহলরত সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪ বোতল ভারতীয় এলএসডি উদ্ধারসহ জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।