গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় প্রথম ধাপের প্রথম দিনে বয়ান শুনে সময় পার করছেন মুসল্লীরা। বিশ্ব ইজতেমার ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ ও ধ্যানমগ্ন সহকারে তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মাওলানাদের বয়ান শুনছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) ৪১ জেলাসহ ৭২ টি দেশের প্রায় ৫ লক্ষাধিক মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছেন।
তিন দিনের জামাতে আসা মুসল্লিদের মধ্যে কেউ কেউ তসবি গুনছেন,জিকির করছেন কেউ বয়ান শুনছেন। কেউ রান্নার কাজ করছেন সবাই ব্যস্ত আমল নিয়ে।
শুক্রবার বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট। তরজমা (অনুবাদ) করছেন- মাওলানা ওমর ফারুক।
ইজতেমা ময়দানে আসো এখনো পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত মুসল্লি আব্দুল কুদ্দুস গাজী (৬০) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে এবং শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল এলাকার আব্দুল্লার ছেলে ছাবেদ আলী (৭০)।
ইজতেমার মুরুব্বিদের দেওয়া তথ্যমতে, ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে প্রথম ইজতেমার আয়োজন করা হয়। তারপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে লোকসংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৬৬ সালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে স্থানান্তর করা হয় ইজতেমা। পরে ১৯৭২ সালে সরকারিভাবে তুরাগ তীরের ১৬০ একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেওয়া হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।