বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে।
সোমবার (৫ জুন) সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে ও অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৩ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
এসময়ে বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার , বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মুস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী মোঃ সাইদুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত)গাজী মোঃ দেলখোশ আলী প্রামানিক, ২ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।