লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিআর সারোয়ার বলেছেন, তামাক চাষাবাদের এলাকায় প্রতিবন্ধি শিশুর সংখ্যা বেশি। শিশু সুরক্ষায় বিষবৃক্ষ তামাকের বিকল্প হিসেবে ভুট্টাসহ সবজি চাষ বাড়াতে হবে।
বুধবার (৩১ মে) সকালে উপজেলা মিলনায়তনে বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশেই সব থেকে বেশি ধুমপায়ীর সংখ্যা। ধুমপান শুধু ব্যাক্তির ক্ষতি করে না বরংচ পাশে থাকা অধুমপায়ীরও ক্ষতি করে থাকে। তামাক চাষে শুধু মানবদেহের ক্ষতি করে না। জমির ঊর্বররা শক্তিও নষ্ট করে। তামাক চাষ নিরুৎসাহিত করতে সরকার ব্যাপক কর্মসুচি বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন ইউএনও জিআর সারোয়ার।
উপজেলা পরিষদ আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম খন্দকার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।