সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধন করেন। একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সেনাসদর ও সেনাবাহিনীর ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাসহ সব পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে সব সেনা অঞ্চলের এরিয়া কমান্ডাররা নিজ নিজ জনবলসহ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা নিশ্চিত করেন। এ বছর বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।’
এই বৃক্ষরোপণ কর্মসূচি ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ বছর সেনাবাহিনীর পক্ষ থেকে আড়াই লাখ গাছের চারা রোপণ করা হবে। আইএসপিআর।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।