গাইবান্ধা সদর উপজেলায় মুজিব বর্ষের উপহার, বেকারত্ব মুক্ত দেশ গড়ার অঙ্গিকার, এই স্লোগানকে সামনে রেখে ২৫ টি দরিদ্র পরিবারের মধ্যে ব্যাটারি চালিত অটোভ্যান বিতরণ করেছে জাতীয় সংসদের হুইপ ও সদর ২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।
আজ বুধবার (২৪ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে এসব অটোভ্যান বিরতণ করা হয়।
এলাকায় সংঘঠিত বিভিন্ন অপরাধ থেকে ফেরাতে ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে এসব অটোভ্যান বিতরণ করা হয়েছে।
এডিপি প্রকল্পের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর
আওতায় প্রথম দফায় অস্বচ্ছল ২৫টি পরিবারের মধ্যে এ অটোভ্যান দেয়া হয়। পর্যায়ক্রমে আরো দেওয়া হবে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মৃদুল মোস্তাফিজ ঝন্টু,প্রকল্প বাস্তবায়ন অফিসার আনিসুর রহমান প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।