পাবনার বেড়া উপজেলায় চতুর্থ পর্যায়ে আবারো মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ২৭১ টি ভূমি ও গৃহহীন পরিবার ।
মঙ্গলবার( ২১ মার্চ) সকাল দশ ঘটিকায় বেড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয় । উপজেলা নির্বাহী অফিসার মোহা,সবুর আলি জানান , মাশুমদিয়া ১৯ টি , চাকলা ১১২ টি , পুরান ভারেঙ্গা ৭২ টি , নতুন ভারেঙ্গা ৮ টি , রুপপুর ৫৫ টি , হাটুরিয়া - নাকালিয়া ২ টি , জাতসাখিনী ২ টি , কৈটোলা ১ টি সহ মোট ২৭১ টি ঘর দেওয়া হবে । ইউএনও সবুর আলি বলেন , উপজেলার মোট ভূমি ও গৃহহীন পরিবারের সংখ্যা ৮৭৪ জন ইতিপূর্বে মুজিব বর্ষ উপলক্ষ্যে তৃতীয় ধাপে ২৪২ টি ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে ।
চতুর্থ পর্যায়ে মোট ৬৩ টি গৃহ বরাদ্দ পাওয়া গেছে , তার মধ্যে ১ম ধাপে ২৭১ টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে । বুধবার সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।