এস আর শাহ আলম স্টাফ রিপোর্টারঃ
পাবনার বেড়ায় ঋণের চাপ এবং পারিবারিক কলহের জেরে আ.জব্বার (৫৮) নামের এক পল্লী চিকিৎসকের গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার উপজেলার হাটুরিয়া - নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা গ্রামের (নলবন) নামক স্থানে। জানা যায় নিহত পল্লী চিকিৎসক গত সোমবার রাত সাড়ে আটটার দিকে সকলের অজান্তে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম অন্যঘর থেকে এসে দেখে তাঁর স্বামী গলায় গামছা পেঁচিয়ে আঁড়ার সঙ্গে ঝুলে আছে স্ত্রীর চিৎকার - চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় পল্লী চিকিৎসককে আঁড়া থেকে নামিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি বেড়া মডেল থানা জানতে পেরে আজ সকালে ভিকটিমের বাড়িতে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম এ প্রতিবেদককে জানিয়েছেন , নিহত পল্লী চিকিৎসক ওই গ্রামের মৃত আরশেদ গারোর ছেলে ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।