বরগুনার বেতাগীতে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় অফিসের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর। বিষয়ের উপর আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ ফারজানা শান্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রওশনারা শিলা ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ফোরকান আহমেদ। বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, বেতাগী পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার ও গ্রিন পিস সোসাইটি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।
সেমিনারে জনপ্রতিনিধি সাংবাদিক, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, ইমাম এনজিও কর্মী সমাজকর্মীসহ ৩৫ অংগ্রহণকারী ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।