বরগুনার বেতাগীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (০৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা আওয়ামী লীগ, বেতাগী পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ শ্রদ্ধা জানায়।
এদিকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাষন এর আয়োজনে ফল গাছ ও চেক বিতরণ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান, কৃষি কর্মকর্তা মোঃ ইছা, মহিলা বিষয় কর্মকর্তা আফরোজা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান মজনু, নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার বক্তব্য রাখেন।
পরে বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালসহ তার পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।