বরগুনার বেতাগী উপজেলার বেতাগী পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বরিবার রাত সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। পৌর কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি তাইফুল ইসলাম। সহ-সভাপতি প্রদীপ দাস, মো. রাকিবুল ইসলাম, রাকিব গাজী ও মো. আজমির সিকদার। সাধারণ সম্পাদক মো. নাদিম হাওলাদার। যুগ্ন সাধারণ সম্পাদক আল সিয়াম শিকদার নবীন ও নাজমুল হাসান শাওন খান। সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তার ও সাব্বির মাহমুদ। সরকারি কলেজ কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি টুটুল রায়,সহ-সভাপতি সায়েম শিকদার, মেহেদী মৃধা ও রাফি ইসলাম। সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুসা। । যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু ও খায়রুল ইসলাম মুন্না। সাংগঠনিক সম্পাদক অর্ক বিশ্বাস ও আরিফ হাসান রাব্বি। বেতাগী পৌর ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি তাইফুল ইসলাম বলেন , আমার অভিভাবক বরগুনা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক যে দায়িত্ব দিয়েছে বঙ্গবন্ধু আদর্শ ছাত্রলীগের গঠনতন্ত্র মেনে যথাসাধ্য চেষ্টা করব পালন করার। বেতাগী পৌর ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাদিম হাওলাদার বলেন, সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমরা পৌর ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। পৌর ছাত্রলীগের রোল মডেল হিসেবে সবার কাছে পরিচিতি করে দেবো। বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি টুটুল রায় বলেন , আমার উপর ভরসা করে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির প্রতি চির কৃতজ্ঞ। আমি চেষ্টা করব বঙ্গবন্ধু আদর্শ মেনে ছাত্রলীগের গণতন্ত্র অনুযায়ী বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগে পরিচালনা করার জন্য। সকলের কাছে দোয়া চাই। বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুসা বলেন, জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রতি আমি চির কৃতজ্ঞ আমার উপর ভরসা করে তারা যে দায়িত্ব দিয়েছে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করব। সরকারি কলেজ ছাত্রলীগকে একটি রোল মডেল ছাত্রীকে রূপান্তিত করব। সকলের সহযোগিতা কামনা করছি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।