বরগুনার বেতাগীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর কমিটি গঠন করা হয়েছে। হুমায়ুন কবির সভাপতি, দিপক গুহ সাধারণ সম্পাদক।
শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বেতাগী সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের এক মতবিনিময় সভায় বেতাগী উপজেলার কমিটি নবগঠিত হয়।
মতবিনিময় সভায় অধিকার বঞ্চিত মানুষের পাশে সমাজের সচেতন ও দায়িত্ববান সুধুজনদের এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান সাংবাদিক মোঃ নাসির উদ্দীন মোল্লা, পটুয়াখালীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আবদুল্লাহ ইউসুফ পাশা, পটুয়াখালী পৌর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাহমুদুল হাসান।
সভা শেষে উপজেলা কমিটি গঠন করা হয়।বেতাগী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হুমায়ুন কবির কে সভাপতি, সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু কে নির্বাহী সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিন্তাহরন সিকদার মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক স্বপন সিকদার, বিবিচিনি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ নাজমুল আহসান কে সহ-সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপক কুমার গুহ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে উপজেলা স্কাউট এর সম্পাদক মোঃ লুৎফর রহমান স্বপন কে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রহিম সিকদার কে সাংগঠনিক সম্পাদক, যুব সংগঠক ও সাংবাদিক অলি আহমেদ কে দপ্তর সম্পাদক, অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল সেনকে অর্থবিষয়ক সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিৎ চন্দ্র শীল কে সমাজ কল্যাণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিপু রানী দাস কে মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, শিশু সংগঠক মোঃ খায়রুল ইসলাম মুন্না কে প্রচার সম্পাদক, যুব সংগঠক মিঠুন দে কে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভায় এতে আরো বক্তব্য রাখেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছালাম সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মহসিন খান প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।