বরগুনার বেতাগীতে জাতীয় বীমা দিবস উপলক্ষে আর্মি ওয়েল ফেয়ার ট্রাষ্ট‘র একটি প্রতিষ্ঠন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটিড শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। বুধবার সকাল ১০ টায় বেতাগী থানার সম্মুখ থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের চত্বরে শোভাযাত্রা শেষে স্থানীয় এজেন্ট আনারারি ক্যাপ্টেন অব: আলহাজ্ব মো: সেলিম খানের সভাপতিত্বে আলোচনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন। অনুষ্ঠানে অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা, সেনা সদস্য,গনমাধ্যম কর্মি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ১ মার্চ জাতীয় বিমা দিবস পালন করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।