বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। প্রধান আলোচক ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন। উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ'র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।