খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাধীনতা সংগ্রামের নেপথ্যে অনুপ্রেরণা দাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহামুদা খানম, সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, বেতাগী থানার অফিসার ইনচার্জ আনোয়ারা হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৬ জন কর্মজীবী মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।