বরগুনার বেতাগীতে ১৭৮ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বেতাগী সরকারি কলেজে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ইডা'র আয়োজনে ও এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার সহযোগিতায় সোমবার (২৩ মে ) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
ইডা র সাধারণ সম্পাদক অলি আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল, এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক ইশরাত জাহান লিমা , স্বেচ্ছাসেবক মো: ইমরান হোসেন, মোঃ সালাউদ্দিন বাপ্পি প্রমূখ।
এ সময় ১৭৮ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ২৭ জন চোখে ছানী পরা রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা ও ৩ জনকে সম্পূর্ণ ফ্রী অপারেশনের ব্যবস্থা করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।