বরগুনার বেতাগী পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের পৌরসভার সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২ টায় পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে ৫ম পৌর পরিষদের দ্বিতীয় বাজেট সভায় উন্নয়ন খাত, অডিটোরিয়াম, ভবন নির্মান, বাসস্ট্যান্ড, নগর অবকাঠামো উন্নয়ন,, ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন, পুল , কার্লভাট, ডাম্পিং, গণশৌচাগার, ডেঙ্গু, করোনা মোকাবিলা, পানি সরবরাহ, সড়ক বাতি লাগানো, পৌর মার্কেট, কবর ও শশ্বাণ ঘাট নির্মানসহ বিভিন্ন উন্নয়ন খাতে ৫০ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন। বেসরকারি সংস্থা স্লোব বাংলাদেশের সহযোগিতায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাবেক প্যানেল মেয়র হাদিছুর রহমান পান্না, প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সাবেক বেতাগী সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু, পৌরসভার প্রধান সহকারী মো. তুহিন সিকদার। সভা সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।