বরগুনার বেতাগী পৌরসভার ৪ হাজার ৬০০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জনপ্রতি ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির আজ শুক্রবার সকাল ১০ টায় পৌরসভা সম্মেলন কক্ষ মিলায়তনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর উপজেলা গুদাম, অডিটোরিয়ামে চাল বিতরণে অংশ নেন তিনি। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান, প্যানেল মেয়র শাহিনুর বেগম, প্যানেল মেয়র কামাল হোসেন পল্টু, কাউন্সিলর আবদুল মন্নান হাওলাদার, কাউন্সিলর গোলাম সরোয়ার রিয়াদ খান, নয়ন দাস, নাসির উদ্দিন ফকির, রমেন চন্দ্র দেবনাথ, লুৎফার রহমান ফিরোজ, জিয়াউর রহমান জুয়েল, রোফেজা আক্তার রোজী, লুৎফুন্নেচ্ছা রীনা, প্রধান সহায়ক তুহিন সিকদার,হিসাব রক্ষক লিটন হাওলাদারসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
চাল নিতে আসা পৌরসভার বাসিন্দারা বলেন, প্রতেক ঈদের আগে আমাদের মেয়র মহোদয় যে চাল দেয় তাতে আমাদের অনেক উপকার হয়।আমরা খুব খুশি যা বলে প্রকাশ করতে পারবো না।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।