মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :‘নীতি ও প্রক্রিয়া সরলীকরণ এবং সহযোগিতামূলক সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল বর্ডার ক্রসিং-এ পোর্ট-টু-পোর্ট দক্ষতা উন্নত করা, সুপারিশ এবং এগিয়ে যাওয়ার পথ’ এই শ্লোগানকে সামনে রেখে দু'দেশের মধ্যে বেনাপোলে একদিনব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বেনাপোল কাস্টম হাউজ মিলনায়তনে সোমবার ১০ জুন সকালে এ কর্মশালা অনু্িঠত হয়। কর্মশালায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য সহজীকরন, বন্দরের জায়গা সম্প্রসারন ডিজিটালাইজড পদ্ধতিতে কাজ বৃদ্ধি, দু‘দেশের মধ্যে যাত্রী যাতায়াতে অহেতুক হয়রানি ও কালক্ষেপণ, যাত্রী পারাপারে অতিরিক্ত সময় বৃদ্ধি, সীমান্ত সুরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
কর্মশালায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক (বাংলাদেশ আঞ্চলিক সংযোগ প্রকল্প) মো. সারওয়ার আলম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক রুহুল আমিন মিয়া, বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আব্দুল হাকিম, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাজহার, ইমিগ্রেশন, স্থল ও সমুদ্র বন্দর, স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশনের (বাংলাদেশ পুলিশ) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুল হক ভূইয়া, পররাস্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া-০২) বিদোষ চন্দ্র বর্মন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) দীনেশ সরকারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন, ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আদিত্য মিশ্র, সদস্য (পরিকল্পনা) সঞ্জীব গুপ্ত, সদস্য (অর্থ) রেখা রাইকার কুমার, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আয়ুষ মণি তিওয়ারি, পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সুকেশ জৈন, কাস্টমসের এডিসি অজিত সিং, বিএসএফের ডিআইজি এ.কে. আর্য, ১৪৫ বিএন বিএসএফের কমান্ডার আরপি উদিত প্রমুখসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও কর্মশালায় বিশ্বব্যাংকের সিনিয়র পরিবহন বিশেষজ্ঞ এরিক নোরা, নুসরাত নাহিদ, সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট আমালি রাজাপাকসে, লিড ট্রান্সপোর্ট স্পেশালিস্ট শ্রী কুমার তাদিমাল্লা, সিনিয়র ট্রেড ফ্যাসিলিটেশন স্পেশালিস্ট সত্য প্রসাদ সাহু, পরামর্শদাতা মিতালী নিকোর, এবং এডিবি‘র সিনিয়র পরিবহন বিশেষজ্ঞ জনাব হুমায়ুন কবির।
এর আগে এ কর্মশালায় যোগদানের জন্য ভারতীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন। বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। বিকেলের দিকে প্রতিনিধিদলটি ভারতে ফিরে যান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।