শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

বেনাপোলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বেনাপোল প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবে সারা দেশে ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং শহীদদের স্মরণে

আজ মঙ্গলবার ২৮অক্টোবর বিকালে বেনাপোল পোর্ট থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আজিজুর রহমান — সংসদ সদস্য পদপ্রার্থী (যশোর-১, শার্শা) ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সহকারী পরিচালক (যশোর-কুষ্টিয়া অঞ্চল), বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাবীবুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা।
সভাপতিত্ব করেন মোঃ রেজাউল ইসলাম খানা, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। সেদিন পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে ইসলামী ছাত্রশিবিরের ছয়জন কর্মী শহীদের মর্যাদা লাভ করেন। শহীদদের স্মরণে ইসলামী ছাত্রশিবির প্রতি বছর দিনটিকে “পল্টন ট্র্যাজেডি দিবস” হিসেবে পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, “রক্তে রঞ্জিত ক্ষত-বিক্ষত প্রিয়জনের মুখ আজও আমাদের চোখে ভাসে। জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছিল গণধিকৃত বর্বর হায়েনারা।”
তারা বলেন, ফ্যাসিবাদের তখতে-তাউস ভেঙে চুরমার না হওয়া পর্যন্ত শিবির ক্ষান্ত হবে না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপামর জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

আয়োজনে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর