মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : পুরান ঢাকার বংশালের মিরনজিল্লা হরিজন কলোনীর বাসিন্দাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, ভু,মি ও উচ্ছেদ প্রক্রিয়া, ভু‚মি দখলের অবসানসহ অবিলম্বে নিপীড়ন বন্ধের দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোলে পৌর শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শত শত নারী, শিশু ও পুরুষেরা শনিবার বিকালে বোনাপোল বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুমার সিংহ, সাধারন সম্পাদক উত্তম কুমার সিংহ, মহিলা সম্পাদিকা রেখা বিশ্বাস ও বেনাপোলে পৌর শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন কুমার সিংহ, সাধারন সম্পাদক নয়ন চন্দ্র হাওলাদার, শেখা সরকার, বিপ্লব স্বর্ণকার. সজ্ঞয় কুমারসহ কমিটির নেতৃবৃন্দ। অবিলম্বে দেশে দুঃস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনে সরকারের সু-দৃস্টি কামনা করেছেন তারা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।