মনির হোসোন বেনাপোল প্রতিনিধিঃ ইয়াবার মামলায় এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার২৪ জুন অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস পৃথক রায়ে এই আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন বেনাপোলের উত্তর বারোপোতা গ্রামের শাহা জামাল। মামলার অভিযোগে জানা গেছে,, ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানা পুলিশবেনাপোল ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে শাহা জামালকে আটক করে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় এসআই মতিউর রহমান বাদী হয়ে মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক শাহা জামালকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। আসামি পলাতক রয়েছেন/
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।