বরগুনার বেতাগীতে মোটরসাইকেলর ধাক্কায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালি এলাকায় বুধবার রাত ১০টায় এ দূর্ঘটনাটি ঘটে। এতে পুটিয়াখালী গ্রামের মৃত নিরোধ হওলাদারের ছেলে দীপক হাওলাদার (৫৫) নামে পান ব্যবসায়ী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,প্রতিদিনের ন্যায় ঝোপখালি বাজারে পান বিক্রি করে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন পান ব্যবসায়ী দীপক। হঠাৎ দ্রুত গতিতে একটি মটরসাইকেল ছুটে এসে দীপককে পেছন থেকে ধাক্কা দেয় । মুহুর্তেই আনুমানিক ২০ফুট দূরে কার্পেটিং রাস্তার ওপর ছিটকে পড়েন পান ব্যবসায়ী দীপক। গুরুতর আহতবস্থায় লোকজন স্থানীয় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় লোকজন আরো বলেন দূর্ঘটনার পর ওই মটরসাইকেল চালক আহত দীপকের সাথেই হাসপাতালে যান তবে নিহতের খবর পেয়ে ওই মটরসাইকেল চালক গাঁঢাকা দেন।
বেতাগী থানার ওসি মো.শাহআলম জানান,’সড়ক দূর্ঘটনায় দীপক হাওলাদার নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। তার পরিবার মরদেহ’র ময়নাতদন্ত করতে ইচ্ছুক না। ওই মটরসাইকেল চালকের খোঁজ পাওয়া যায়নি তবে (বাজাজ বক্সার-৮০) মডেলের মটোরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।