সিরাজগঞ্জের বেলকুচিতে বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও স্থানীয়রা মানববন্ধন করেছেন।
শুক্রবার (২৭শে মে) সকাল ১১ টার সময় (বেলকুচি-এনায়েতপুর) আঞ্চলিক সড়কের চালা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর ইউপি সদস্য মালেককে প্রধান আসামী করে ২২ জন সহ আরো বেশ কয়েকজনকে অজ্ঞান আসামি করে বেলকুচি থানায় মামলা করেন। মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
মানববন্ধনে বক্তব্য দেন- সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, সমাজসেবক জেলানি, নিহতের স্ত্রী মরজিনা, মেয়ে লাইলি খাতুন, ছেলে সাগরসহ আরো অনেকেই।
এসময় নিহতের মেয়ে লাইলি খাতুন বলেন, আমার বাবা একজন সহজ সরল মানুষ ছিলেন। তার কোন দোষ ছিল না। বিনা কারণে আমার সহজ সরল বাবাকে ইউপি সদস্য মালেকের নেতৃত্বে হত্যা করা হয়েছে। আমি আর কিছুই চাই না শুধু আমার বাবাকে যারা বিনা অজুহাতে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
নিহতের স্ত্রী মর্জিনা বলেন, যারা আমার স্বামীকে নৃশংস ভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করছি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। ঘটনার পরে আমরা এজাহার ভূক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছি । তাছাড়াও বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য গত ২২ এপ্রিল(শুক্রবার) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামের জুম্মা নামাজ শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকার ইউপি সদস্য মালেক ও তার চাচাতো ভাই মুছা গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে বাবলু ব্যাপারী মারাত্মক ভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।