সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪ টি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ে বন্ধ করেছেন - ইউএনও মোঃ আনিসুর রহমান।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা রাত হতে গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে,ভাঙ্গাবাড়ী ইউনিয়নের শেলবরিষা গ্রামে, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ও দৌলতপুর ইউনিয়নের ক্ষিদ্র গোপরেখী গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি বিয়ে বন্ধ করতে সক্ষম হন।
এ সময় পরবর্তীতে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
উক্ত চারটি বাল্যবিয়ের আয়োজন করায় অভিভাবকদের কাছ থেকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়াও ওই অভিযানে সকল কনের পিতার নিকট হতে মুচলেকা নেওয়া হয়েছে। মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না।
বুধবার (১৩ জুলাই) দুপুরে উক্ত চারটি বাল্যবিয়ে বন্ধ করার বিষয়টি নিশ্চিত জানিয়েছেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আনিসুর রহমান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।