পাবনার বেড়া পৌর এলাকায় জগন্নাথপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়ীসহ তিনটি গরু,দুইটি ছাগল আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুরে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার জগন্নাথপুর গ্রামে ভ্যান চালক হেলাল ফকিরের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুর এলাকায় হেলাল ফকিরের বাড়ীতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়ী ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ারসার্ভিস এর কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ীর মালিক হেলাল ফকির জানান, অগ্নি কাণ্ডে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ.হালিম জানান,তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাযায়নি।তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।