সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় পাবনার বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
১৭ এপ্রিল (সোমবার) উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দেওয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা হল রুমে ইউএনও সবুর আলীর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ সভায় বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, রেজাউল হক বাবু , উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ প্রমূখ ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ - উল হক , মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি , সহকারী কমিশনার ( ভূমি) রিজু তামান্না পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,ফাতেমা তুয জান্নাত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা গন ও সাংবাদিকবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।