"সবার আগে সুশাসন , জন সেবায় উদ্ভাবন " এই স্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামমে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা, সবুর আলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য শোভা যাত্রায় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।