পাবনার বেড়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
গতকাল রোববার উপজেলার নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ শ শিক্ষার্থীর মাঝে এই সেবা প্রদান করেন। অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন অত্র স্কুলের প্রধান শিক্ষিকা কাজী আফরোজা আজাদ (বিউটি) তিনি বলেন এই সংগঠনকে আমি সাদুবাদ জানাই ক্রমাগত একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন মানব সেবায় এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা কামনা করছি । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ মোঃ রাশেদ হোসেন ( প্রতিষ্ঠাতা পরিচালক, একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন)।
উক্ত কর্মসুচীতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ নাঈম উদ্দিন, প্রতিষ্ঠাতা সহ- সভাপতি মোঃ মেহেদী হাসান, অর্থ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম( জনি),সহ-অর্থ সম্পাদক শ্রী আকাশ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জালাল আহম্মেদ, সহ- দপ্তর সম্পাদক মোঃ সাব্বির হোসেন, আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের কার্যনির্বাহী কমিটির মোঃ মিরাজুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম, মোঃ কাওছার হোসেন, মোঃ আমান উল্লাহ, মোঃ মামুন হোসেন, মোঃ সাব্বির হোসেন( রাজা), মোঃ সাজিদ হাসান সহ আরও অনেকে।
সংগঠনের সভাপতি মোঃ রাশেদ হোসেন বলেন , আমরা সব সময় মানব সেবায় কাজ করে যাচ্ছি । তবে এই কাজটা শুরুর দিকে সহজ ছিলো না। অনকেই অনেক কথা বলছে , আমরা পারব না আমাদের দ্বারা মানব সেবা সম্ভব না। এখন তারাই বলে তোমরা পারবে , তোমাদের পাশে আমরা আছি। আমরা চাই দেশের শতভাগ মানুষ তাদের রক্তের গ্রুপ জানুক এবং রক্তদানে উৎসাহিত হোক।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।