প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পাবনার বেড়া উপজেলায় ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ তুলে দেন ডেপুটি স্পিকার অ্যাড , শামসুল হক (টুকু) এমপি। শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন , জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ রাখতে হবে ।
প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে । এছাড়াও ২০২২/২৩ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩০টি বকনা বাছুর বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা, সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, রেজাউল হক বাবু , উপজেলা আ, লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ , উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ - উল হক প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।