২০০৫ সালে আজকের এই দিনে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল করেছে বেড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ ।
বুধবার সকাল ১১ টায় উপজেলা আ, লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকুর নির্দেশনায় এবং উপজেলা আ, লীগের সভাপতি বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বেড়া সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য রাখেন বেড়া উপজেলা আ , লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন , সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ , পৌর আ, লীগের সভাপতি আলহাজ্ব আঃ মান্নান মানু, সহ- সভাপতি সাখাওয়াত হেসেন হান্নান , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আ,লীগ নেতা আঃ কাদের সবুজ রমজান আলী ও হাকিম বস প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।