বেড়ায় ৫৪ তম সমবায় দিবস পালিত
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার :“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে (১ নভেম্বর) শনিবার সকাল ১১ টায় পাবনার বেড়ায় ৫৪তম সমবায় দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মোরশেদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং বেড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ওহাব, বেড়া পৌর রিক্সা শ্রমিক সমবায় সমিতির সভাপতি মঈন উদ্দিন খাজা ,নাকালিয়া হাট-বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল হক সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ সভায় উপস্থিত ছিলেন।








