ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। সারাদেশের মত বেড়া উপজেলাও দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য বেড়া মডেল থানা ও আমিনপুর থানা পুলিশ সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাদিউল ইসলাম জানিয়েছেন। বেড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত রায় বলেন দূর্গাপূজা উপলক্ষে পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে নগদ আড়াই হাজার টাকা ও বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রত্যেক মন্দিরে ৫শ কেজি করে চাল বরাদ্দ পাওয়া গেছে। তিনি বলেন ২০ অক্টোবর থেকে শুরু হয়ে পূজা ৫ দিন ব্যাপী উৎসব শেষে ২৪ অক্টোবর রাত ৮ টার মধ্যে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ পূজার পরিসমাপ্তি ঘটবে। এ বছর বেড়া পৌরশহর ও উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৬৩টি মন্ডপ-মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।