সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আশরাফুলকে চিকিৎসার জন্য নিজ অর্থায়নে সহায়তা দিল সলঙ্গা থানার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মো: রফিকুল ইসলাম।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামে আহত আশারাফুলের নিজ বাড়ীতে গিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এতে সলঙ্গা থানার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হোসাইন,সাবেক যুগ্ন আহ্বায়ক আল-মামুন, রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেবু তালুকদার, সিনিয়ার যুগ্ন-আহ্বায়ক শফিকুল ইসলাম,সলঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ন-আহ্বায়ক আল-আমীন সরকার, যুগ্ন-আহ্বায়ক মোক্তার হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক নান্নু,আল-আমীন, রেজাউল প্রমূখ।
এছাড়াও সলঙ্গা থানা সেচ্ছাসেবক দল ও রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সলঙ্গা থানার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মো: রফিকুল ইসলাম বলেন,গত ৪ আগষ্ট সলঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আশরাফুলকে নিজ অর্থায়নে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছি।এবং অন্য অন্য নেতৃবৃন্দসহ বর্তমান অন্তরবর্তি সরকারকে সকল আহত পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।