পাবনার বেড়ায় পাম্প হাউজ সংলগ্ন এলাকায় হুড়াসাগর নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী জামিল (২৫), ইব্রাহিম আলী (৩৫), আল-আমিন(৩০) ও একরামুল (২৮) নামের ৪ ব্যক্তিকে দুটি মামলায় দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী ও সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। বেশ কিছুদিন হলো একটি অসাধু মহল হুড়াসাগর নদীতে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেনা। অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে প্রসাশন সব সময় সোচ্চার থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।