আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ব্র্যাক ইপিজি কর্মসূচির সলপ অঞ্চল শাখা অফিসের উদ্যোগে পলিথিন বর্জন সচেতনতা বৃদ্ধির জন্য র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ জুন) পঞ্চক্রোশী আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে পলিথিন বর্জন অভিযান -২০২৪ খ্রীঃ এ অনুষ্ঠানে আলোচনা সভায় বেতকান্দি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রঞ্জু এর সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল হাসান।
রালি প্রদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চক্রোশী আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী, শিশু-কিশোর,কিশোরীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময়ে সলপ শাখা অফিসের শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমান ও অন্যান্যর উপস্থিত ছিলেন ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং পলিথিন বর্জনের প্রতিশ্রুতি প্রদান করে। প্রতিটি বাড়িতে ২ টি গর্ত করে একগর্তে পচনশীল আবর্জনা অন্যটিতে পলিথিন রেখে পড়ে তা আবার নিরাপদ স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।