আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ ব্র্যাক মাইগ্রেশন ও রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার, সিরাজগঞ্জের অধীনে ক্লাইমেট ব্রীজ ফান্ড (CBF) এবং কেএফডব্লিউ ( KFW) এর অর্থায়নে বাস্তবায়িত " Strengthening Economic Recovery Capacity of Climate - Vulnerable New-Poor, Especially Returnee Migrants Impacted by COVID-19" প্রকল্পের ৩ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ব্র্যাক লার্নিং সেন্টার, বগুড়াতে- বৃহস্পতিবার ১৯ অক্টোবর -২০২৩ খ্রীঃ সমাপনী দিনে অনুষ্ঠিত প্রশিক্ষণটি পরিচালনা করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হামিদা আহসান এবং সেক্টর স্পেশালিস্ট সাইকোসোশ্যাল কাউন্সেলর শাওন রয়।
উক্ত ৩ দিন প্রশিক্ষণে বিদেশ ফেরত অভিবাসীদের আত্মকর্মসংস্থান, ব্যবসা উদ্যোগ, উপযুক্ত ব্যবসা নির্বাচন, দক্ষ উদ্যোক্তার গুণাবলী, ব্যবসায়িক হিসাব-নিকাশ, পণ্য বাজারজাতকরণ ও ব্যবসা সম্প্রসারণের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেওয়ার মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।