মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১১ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। ইউনিয়ন বিএনপি তাদের সভা সমাবেশ ওই ক্লাবেই করে থাকেন। রোববার গভীর রাতে অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক ও বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।
অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোন সাধরণ মানুষ যেন হয়রানির শিকার না হয়।প্রকৃতপক্ষে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তির দাবি জানাই।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক জানান, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না।
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেন। এবিষয়ে তদন্ত চলছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।