মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতা কর্মীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রয়ারী) সন্ধায় মন্ডতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আমরা মন্ডতোষ ইউনিয়ন বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা আপনাদের জ্ঞাতার্থে জানাইতেছি যে, মন্ডতোষ ইউনিয়ন বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ২৪ ফেব্রয়ারী ২০২৫ অনুমোদিত হয়। আমাদের সকলের প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহব্বায়ক ও সদস্য সচিব ইউনিয়ন বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও শেখ হাসিনার ১৬ বছরে কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে আহব্বায়ক কমিটি গঠন করবেন। কিন্তু সেই কমিটিতে আমরা দেখতে পেলাম দীর্ঘ ১৬ বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যাদের যোগ্যতা রয়েছে ও যাদের নামে অসংখ্য মামলাও রয়েছে তাদেরকে মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে আহব্বায়ক ও সদস্য সচিব পদে যারা স্থান পেয়েছেন,তাদের অধিকাংশের বিরুদ্ধে আওয়ামী দোসরদের সঙ্গে আতাত করে চলাসহ আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে। ঐ পরিস্থিতিতে আমরা ত্যাগী, বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে ঐ বিতর্কিত আহব্বায়ক কমিটি বাতিলের দাবিতে পাবনা জেলা বিএনপিসহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অভিযোগ প্রেরণ করেছি। সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে সংগৃহীত রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, মন্ডতোষ ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব ও বর্তমান আহব্বায়ক কমিটির সদস্য আকরাম হোসেন মাষ্টার, সাবেক ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির সদস্য জিন্নাত আলী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রিপন।
উপস্থিত ছিলেন হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক জিএস ফরিদ আহমেদ, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি সেলিম হোসেন ও ৮নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মজিবর রহমান মজনুসহ আরো অনেকে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।