মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলা দেশের আওতায় (পার্টনার) দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান এর সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও ও প্রশাসক মোছাঃ নাজমুন নাহার।
উপ-সহকারী কৃষি অফিসার সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য দেন, বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, পাবনার সহকারী পরিচালক কৃষিবিদ নূরে আলম, উপজেলা সমবায় (অতিরিক্ত দায়িত্ব) কর্মকর্তা কায়ছার মোঃ রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এফ এম কামারুল মুনিরা, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আলী আজগর, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মজিবুর রহমান,উপজেলা কৃষি দল সভাপতি আখিরুজ্জামান মাসুম, উপজেলা গণপরিষদের সভাপতি জাহিদুল ইসলাম খান দুলাল, কৃষক আসলাম আলী ও কৃষাণি সেলিনা খাতুন। বক্তারা ফসলের বহুমূখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরী ও কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি নিয়ে আলোচনা করেন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ফারুক, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরগণ ও প্রান্তিক কৃষক বিন্দু।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।