মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে গাঁজা সেবন ও ১ পুড়িয়া বহন করার অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ মে) সকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার এ দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম আরাফাত (১৯)। তিনি পৌর সদরের মসজিদ পাড়ার ফরহাদের ছেলে।
এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সারের ৩৬ এর (৫) ধারা অনুযায়ী ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।